রমজান সভাপতি রেজা সম্পাদক নির্বাচিত
গাংনী থেকে ফিরে আলম আশরাফ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রমজান আলী (ভোরের কাগজ) সভাপতি ও তৌহিদ উদ-দৌলা রেজা (বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে গাংনী প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহসভাপতি মজনুর রহমান আকাশ (যায়যায়দিন), যুগ্মসম্পাদক রাজিবুল হক সুমন (ইনডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন (বাংলাদেশ সময়), সাংগঠনিক সম্পাদক জুরাইস ইসলাম (ডে নাইট সংবাদ), দপ্তর সম্পাদক মাহবুব আলম (দেশ তথ্য) ও প্রচার সম্পাদক মোমিনুল ইসলাম (ভোরের ডাক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি নূহু বাঙ্গালী। প্রিজাইডিং অফিসার ছিলেন বিটিভি’র জেলা সংবাদ প্রতিনিধি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলামিন হোসেন ও বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন চলাকালীন সময়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান স্বপনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নির্বাচন পর্যবেক্ষণ করেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে গাংনী থানা পুলিশের একটি দল।
বিকাল সাড়ে ৩টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। মোট ১৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪ জন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে। রমজান আলী ও তৌহিদ-উদ দৌলা রেজা ১৩টি করে ভোট পান। সভাপতি পদে অপর প্রার্থী আল আমিন ও সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জামানের ভোট সংখ্যা শূন্য।
এদিকে নবনির্বাচিত কমিটি সকল সদস্যকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করেন।