গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে সশস্ত্র ডাকাতরা গ্রামের ভ্যানচালক নাহারুল ইসলামের বাড়িতে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা নাহারুল (৪৫) ও তার স্ত্রী রওশন আরা (৩৮) আহত হয়। এ সময় গ্রামবাসীরা ইমরান ওরফে ইংরেজ নামের একজন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।
গৃহকর্তা নাহারুল জানান, রাতে ৪/৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে গরু বিক্রির ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজনকে চিনে ফেলায় তারা হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রী রওশন আরাকে পিটিয়ে আহত করে। গ্রামবাসীরা টের পেয়ে ডাকাতদেরকে ধাওয়া করলে অন্যান্য পালিয়ে গেলেও ধরা পড়ে ইংরেজ। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। রাতেই আহত স্বামী-স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় গতকাল সকালে নাহারুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে গ্রেফতারকৃত ইংরেজকে গাংনী থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে ডাকাতির কথা স্বীকার করে সে। নাহারুল ও তার স্ত্রীকে আঘাত করা ধারালো অস্ত্রের কথা জানায় পুলিশকে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ইংরেজের স্বীকারোক্তি মতো মহাম্মদপুর গ্রাম থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার নামে মামলা দায়েরের পাশাপাশি তার সঙ্গীয় ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।