স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দু গাঁজা সেবনকারীকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার তালুককররা গ্রামের মৃত আফসার আলীর ছেলে মুক্তিযোদ্ধা আয়ুব আলী ফকির (৮০) ও তার শ্যালক রায়লক্ষ্মীপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে আব্দুল বারী দুজন মিলে গতকাল সকালে তালুককররা গ্রামে আয়ুব আলীর বাড়ি বসে গাঁজা সেবনকালে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই মিলন কুমার মুখার্জি এবং এএসআই শাহারা ইয়াজমীন সঙ্গীয় ফোর্স অভিযান চালান। পরে আলমডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের কাছে নেয়া হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান।