গাংনী অফিস: দৈনিক মাথাভাঙ্গার বারাদী প্রতিনিধি আবু সুফিয়ানের চাচা বাকু মণ্ডল গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা পরিবারসহ জেলার সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।