জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ ৩ মাদকব্যবসায়ীর জেল-জরিমানা : মামলা

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাঁজা ও মদ বিক্রির দয়ে এক মহিলাসহ ২ মাদকব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা প্রদান করেছেন। গতকাল বুধবার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ এ রায় প্রদান করেন। চুয়াডাঙ্গা নারকটিক্স বিভাগ এ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে। এর মধ্যে ফয়সালের বিরুদ্ধে থানাতে নিয়মিত মামলা রুজু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসাদাহ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ হাসাদাহ বালুরচরপাড়ার মোজাম মণ্ডলের স্ত্রী নাজমা খাতুনকে (৩৫) ও করিমপুর গ্রামের মসলেম মোল্লার ছেলে মহিউদ্দিনকে (৪২) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। দুপুরে পুলিশ তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত নাজমাকে ১ বছরের কারাদণ্ড ও মহিউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে ১৫ লিটার চোলাই মদসহ আটক হাসাদাহের ইউনুছ আলীর ছেলে ফয়সালের (২১) বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করে নারকটিক্স বিভাগ।

Leave a comment