হরিণাকুণ্ডুতে ভিমরুলের কামড়ে ও পানিতে ডুবে দু শিশুর মর্মান্তিক মৃত্যু

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভিমরুলে কামড়ে ও পানিতে ডুবে দু শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার পৃথক পৃথক জায়গায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজ ওয়াপদা ভবন চত্বরের আমগাছে ভিমরুলের চাকে বেয়াড়া ছেলেরা ঢিল ছুড়লে ভিমরুল এলোমেলো উড়তে থাকে। সোমবার বিকেল ৫টার দিকে ওয়াপদা ভবনের পরিত্যক্ত বিল্ডিঙে বসবাসরত আতিকুর রহমনের মেয়ে মৌমি (৩) আম গাছতলায় গেলে ভিমরুল তার শরীরে অসংখ্য স্থানে কামড় দেয়। মৌমিকে সন্ধ্যা ৬টার দিকে হরিণাকুণ্ডু হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে বৃষ্টির মধ্যে খেলতে যেয়ে পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫ বছরের শিশু সজীবের। হরিণাকুণ্ডু পৌরসভার রাজ কুমারের শিশুপুত্র সজীব বৃষ্টিতে খেলতে খেলতে হরিণাকুণ্ডু গার্লস স্কুল সংলগ্ন গোলাম হযরতের পুকুরের পানিতে পড়ে যায়। লোকচক্ষুর আড়ালে সে নিমিশেই ডুবে যায়। দুপুর ২টার দিকে সজীব বাড়িতে ফিরে না যাওয়ায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। সজীবের স্বজনেরা উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যায়। সজীব শিশুকলি কিন্ডারগার্টেনের শিশুশ্রেণির ছাত্র ছিলো। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment