সদস্য পরিচালক রমজান আলীর নিয়োগ বাতিলের দাবিতে বিএডিসি কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পদে রমজান আলীর নিয়োগ আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করছে চুয়াডাঙ্গা বিএডিসি কৃষিবিদ সমিতি। গতকাল মঙ্গলবার বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

কেন্দ্রীয় বিএডিসি কৃষিবিদ সমিতির আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি সম্পৃক্ত রয়েছে। তাদের দিক নির্দেশনা অনুযায়ী কর্মসূচি ঘোষণা ও পালন করা হচ্ছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএডিসি কৃষিবিদ সমিতির সদস্যরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ সময়ে বিএডিসির সকল দপ্তরের কর্মকর্তারা দাপ্তরিক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। বিএডিসি’র কর্মকর্তাদের মতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্দোলনের ফলে দপ্তরগুলোতে স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটছে। গত ১২ অক্টোবর থেকে এ আন্দোলন চলছে।

বিএডিসি প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, গত ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় বিএডিসি বহির্ভূত একজন অনভিজ্ঞ কর্মকর্তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। এতে বিএডিসিতে কর্মরত কৃষিবিদগণের মাঝে অসন্তোষ ও চরম ক্ষোভ বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে বিএডিসি কৃষিবিদ সমিতি এর তীব্র প্রতিবাদ করছে এবং নিয়োগের প্রতিবাদে আন্দোলন করছে। উত্থাপিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a comment