বসতভিটা থেকে উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিহীন এক পরিবারের অনশন কর্মসূচি পালন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসতভিটা থেকে উচ্ছেদ প্রক্রিয়া করার প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছে ভূমিহীন এক পরিবার। গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত তিন ঘণ্টার এ কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাসের পর অনশনকারীরা বাড়ি ফিরে যান। অনশনকারীরা হলেন, আলমডাঙ্গার নান্দবার গ্রামের মৃত মহসীন আলীর ছেলে আকবর আলী, তার স্ত্রী আমেনা খাতুন ও ছেলে আব্দুল আলিম।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের মৃত মহসীন আলীর ছেলে আকবর আলী ও মৃত বিলাত আলী আপন দু ভাই। নান্দবার মৌজার খতিয়ান নং ৪৫৩, দাগ নং ৫৩৭২, জমির পরিমাণ দশমিক শূন্য ৮ শতক ভিপি সম্পত্তি বিলাত আলীর ছেলে মিজানুর রহমান গঙের নামে লিজ দেয়া আছে। পরবর্তীতে আকবর আলী ডিসিআর কাটতে গিয়ে জানতে পারেন ওই জমি তার ভাইয়ের ছেলে মিজানুর রহমানদের নামে রয়েছে। বিষয়টি নিয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নোটিশও করা হয়। আমেনা খাতুনের নিকটাত্মীয় কাওসার আলী জানান, আকবর আলী কানে কম শোনেন। আনুমানিক ২০ বছর আগে বড় ভাই আকবর আলী তার ছোট ভাই বিলাত আলীকে ডিসিআর কাটতে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠালে বড় ভাই আকবর আলীর নামে ডিসিআর না কেটে তার নিজ নামে ডিসিআর কাটেন। সেই থেকে জটিলতার সূত্রপাত।

এদিকে, বিলাত আলীর ছেলে মিজানুর রহমানসহ ওয়ারেশগণ বাদী হয়ে চুয়াডাঙ্গা ডেপুটি কমিশনারকে বিবাদী করে ৮ শতক জমির ডিক্রি পেতে গত ২০১২ সালের ৫ মে আলমডাঙ্গা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

Leave a comment