স্টাফ রিপোর্টার: এশিয়া-ইউরোপ বিজনেস ফোরামের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সফর সঙ্গী হিসেবে আজ বুধবার ইতালির মিলানের উদ্দেশে রওনা হচ্ছেন দিলীপ কুমার। তিনি চুয়াডাঙ্গার সন্তান। ডায়মন্ড ওয়াল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
১৪তম এশিয়া-ইউরোপ বিজনেস ফোরামের প্রতিনিধি সম্মেলন এবার ইতালির মিলানে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও এফবিসিসি প্রেসিডেন্টসহ প্রতিনিধিদল আজ ঢাকা ত্যাগ করবে। সংশ্লিষ্টসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, সকাল ১০টার ফ্লাইটযোগে রওনা হবে প্রতিনিধি দল। এ দলের অন্যতম সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। তিনি চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের স্বত্বাধিকারী। দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের অন্যতম হিসেবে তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে সম্মেলনে যোগদান করার পূর্বে এলাকাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।