স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেয়ার সুযোগ থাকছে না শিক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরপর দু বছর ভর্তি পরীক্ষা দেয়া যেতো। কিন্তু ২০১৫-১৬ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ আর থাকছে না। এদিকে ঢাবির ইংরেজি বিভাগের ভর্তি যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভর্তি কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান। উপাচার্য বলেন, ইংরেজি বিভাগে এ বছর ভর্তির জন্য দেয়া শর্তে ছিলো ইলেকটিভ ইংলিশে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে। সেটা কমিয়ে এখন ৮ করা হয়েছে। আর ইংরেজি বিষয় পেতে হলে জেনারেল ইংলিশে ১৮ নম্বর পেতে হবে। তিনি আরও বলেন, এ শর্ত অনুসারে খ ইউনিট থেকে যতো জন ইংরেজি বিষয় পাওয়ার যোগ্য হবে, ততোজনকেই নেয়া হবে। আর বাকি আসনগুলো ঘ ইউনিট থেকে নিয়ে পূরণ করা হবে।