ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বালিতের দাবিতে আন্দোলন

টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ : হরতাল আহ্বানের পর প্রত্যাহার

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বালিতের দাবিতে ছাত্রলীগের একাংশ আন্দোলন শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। আন্দোলনকারীরা স্থানীয়ভাবে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করলেও পরে তা প্রত্যাহার করে নেয়।

স্থানীয়রা জানিয়েছে, পদবঞ্চিত নেতাকর্মীদের সড়ক অবরোধের সময় ঝিনাইদহ-যশোর চুয়াডাঙ্গা রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী সাধারণকে চরম দুভোর্গের শিকার হতে হয়। আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনের সময় কালীগঞ্জ মোড়ে বক্তব্য দিতে গিয়ে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এ ঘোষণা দিয়ে ২ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেয়।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ১৩ অক্টোবর ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা মিথুন স্বাক্ষরিত পুরাতন কমিটি বিলুপ্ত করে ইসরাইল হোসেনকে সভাপতি ও কাজী রিপনকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেন। এ কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিতরাসহ ছাত্রলীগের একাংশ নতুন কমিটি বাতিল করে কমিটি পুনর্গঠন না করলে আন্দোলন চলবে বলে জানায়। গতকাল দুপুর ২টার দিকে ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা কালীগঞ্জ উপজেলা মেন বাসস্ট্যান্ডে দু ঘণ্টা যশোর- ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে।

বিকেলে হরতাল আহ্বান করা হলেও রাতে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়ে দলীয় নেতাকর্মীরা জানান, আজ রাত ৮টার দিকে ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ জেলা ও থানা আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। এ আশ্বাসে বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়।

Leave a comment