চুয়াডাঙ্গার দুটি দোকানে লেবেল ছাড়াই ভেষজ ওষুধ : দুজনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় লেবেল ছাড়াই ওষুধ রাখা এবং বিক্রির দায়ে চুয়াডাঙ্গা ও দৌলাতদিয়াড়ের দুজন ভেষজ ওষুধ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিজ সুলতানা ও মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল এ জরিমানার আদেশ দেন। সাথে সাথে জরিমানার অর্থ আদায় হয়েছে বলে আদালতসূত্র জানিয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বিএডিসি গোডাউনপাড়ার মৃত মমতাজ মিয়ার ছেলে আবুল বাসার ভেষজ চিকিৎসালয় খুলে চিকিৎসা দেন। তার চিকিৎসালয়ে ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানার নেতৃত্বে পরিচালত হয় ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেখানে লেবেলবিহীন ভেষজ ওষুধ উদ্ধার করে। অনুমোদন ছাড়াই বিক্রিসহ চিকিৎসারও প্রমাণ মেলে। ফলে ড্রাগ অ্যাক্টের আওতায় আবুল বাসারকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পলিচালিত ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা বড়বাজারের এশিয়ান স্কাই সপে লেবেল ছাড়াই ওষুধ উদ্ধার করেন। দোকানিকে ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায় হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন ড্রাগসুপার এসএম সুলতানুযল আরেফিন, সদর থানার এএসআই আতিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

Leave a comment