আইএস বিরোধী যুদ্ধে জড়াবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণকারী ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে বাংলাদেশ যোগ দিচ্ছে না। তবে সেখানে ওই অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের নেতৃত্বে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তাতে অংশ নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। আগামী ১৬ ও ১৭ অক্টোবর ইতালির মিলানে অনুষ্ঠিতব্য এশিয়া ইউরোপীয় আন্ত‍ঃরাষ্ট্রীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সচিব শহিদুল হক, সচিব দ্বিপক্ষীয় মুস্তাফা কামালসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

Leave a comment