Untitled

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা উপ স্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী মেডিকেল অফিসার না থাকায় রোগীদের দুর্ভোগ পোয়াতে হচ্ছে। গত ৭ সেপ্টেম্বরের পর থেকে নতিপোতা স্বাস্থ্যকেন্দ্রে এখন পর্যন্ত উপসহকারী মেডিকেল অফিসার নেই।

নতিপোতা উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মো. আনিচুর রহমান টিপনের সাথে একই হাসপাতালের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. বাছিরুন নেছার লাঞ্ছিত ঘটনার পর থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে নতিপোতা উপসহকারী মেডিকেল অফিসার মো. আনিচুর রহমান টিপন চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন।

এদিকে আবহাওয়া পরির্বতনের কারণে জনগণের মধ্যে দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি ও চোখের ভাইরাস আক্রান্ত রোগীরা স্বাস্থ্যকমপ্লেক্সে ভিড় জমাচ্ছেন। এখানে এসে ডাক্তার না থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তাছাড়াও ফ্যামিলি প্ল্যানিঙে একজন ডাক্তার থাকলেও রোগীর চাপে হিমসিম খেতে হয় তাকে। এলাকার অধিকাংশ রোগীরা যারা উপস্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যসেবা বা পরামর্শ নিতে আসে তারা অধিকাংশ গরিব পরিবারে। তাই ডাক্তার না থাকায় এসব রোগীরা জেলা বা উপজেলা গিয়ে সেবা নেয়ার মতো সামর্থ থাকে না। তাই জনগণের সুবিধার্থে উপজেলা স্ব্যস্থ্য কর্মকর্তার নিকট নতিপোতা উপস্বাস্থ্যকেন্দ্র ডাক্তারের জনদৃষ্টি আর্কষণ করেছে এলাকাসী।

Leave a comment