ব্রাজিলকে চমকে দিতে চায় জাপান

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনাকে হারানোর বাড়তি আত্মবিশ্বাস নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তবে লড়াইটা হয়ত খুব একটা সহজ হবে না নেইমারদের জন্য। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দেয়ার স্বপ্ন দেখছেন জাপানের কোচ হাভিয়ের আগিররে। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় এবারের এশিয়া সফরের শেষ প্রীতি ম্যাচটা খেলবে ব্রাজিল। গত জুলাইয়ে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হলেও সে ধাক্কা অনেকটাই সামলে উঠেছে নেইমাররা। নতুন কোচ দুঙ্গার অধীনে টানা তিনটি ম্যাচ জেতা ব্রাজিল বিশ্বকাপের পর এখনও হারেনি। গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানোর সুখস্মৃতি ব্রাজিলের টানা ম্যাচ জয়ের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে। জয়ের পথে আছে এশিয়ার চ্যাম্পিয়ন জাপানও। গত শুক্রবার জ্যামাইকাকে একমাত্র গোলে হারিয়ে জাপানের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পান কোচ আগিররে। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য একটা দুশ্চিন্তাও আছে জাপানের। চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না মিডফিল্ডার শিনজি কাগওয়া। তবে তাতে ফেভারিটদের হারানোর আশা ছাড়ছেন না জাপানের কোচ। জ্যামাইকার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ব্রাজিলের বিপক্ষে আমরা (জেতার) একটা সুযোগ পাবো। চোট সমস্যা আছে ব্রাজিল দলেও। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় জাপানের বিপক্ষে খেলা নাও হতে পারে ডিফেন্ডার দাভিদ লুইসের। তবে হাতে এখনও সময় থাকায় এখনই লুইসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিল দলের চিকিৎসক।