রহমান মালিথা সভাপতি আ.রহিম সম্পাদক নির্বাচিত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা ব্রিজরোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। তিনি বলেন, ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার ইচ্ছামতো দেশ পরিচালনা করছে। দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। রাজপথে নামতে দেয়া হচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বর্তমান সরকার গণতন্ত্রের নামে পুলিশ দিয়ে দেশ পরিচালনা করছে। বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে এ সরকারকে বিদায় করা হবে। আর এ আন্দোলনের সূচনা হবে চুয়াডাঙ্গার মাটি থেকে।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, দামুড়হুদা উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়রম্যান রফিকুল হাসান তনু, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকাররম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন- দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান মালিথা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা আমরাফুল আলম, আ. মজিদ, আ. হামিদ, আলেফ খাঁন, উপজেলা যুবদল নেতা মাহবুবুর রহমান বাচ্চু, আনিসুজ্জামান আনিস, একরামুল মেম্বার, আরিফুল ইসলাম, মন্টু মিয়া, শামসুল, রোকনুজ্জামান রোকু, আরিফ বিশ্বাস, আমিনুল ইসলাম রশিদ, হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান খাঁন, জেলা ছাত্রদলের সদস্য এমএইচ মোস্তফা, ফিরোজ হাসান মন্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু, আরিফুল ইসলাম আরিফ, সবুজ, জনি, তারেক, ভুট্টু, জাহাঙ্গীর ওয়াসিম প্রমুখ। আলোচনা শেষে আব্দুর রহমানকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক।