চিকিৎসাধীন অবস্থায় আহত গৃহবধূ মানজিরার মৃত্যু

হরিণাকুণ্ডুর পল্লি ভালকিতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষ

 

হরিণাকুন্ডু প্রতিনিধি: মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন গৃহবধূ মানজিরা বেগম। তিনি গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মানজিরা বেগমকে গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বিশ্বনাথের লোকজন পিটিয়ে আহত করে।

পুলিশ ও গ্রামবাসীসূত্রে জানা গেছে, ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামে বিশ্বনাথের একটি ছাগলে প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়ির আঙিনার কচাগাছের ছাল খেয়ে ফেলে। এ নিয়ে বিশ্বনাথের সাথে সাইফুল ইসলামের স্ত্রী মানজিরা বেগমের ঝগড়া বাধে। এ পর্যায়ে দু পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষে কয়েকজন আহত হয়। আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মানজিরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।

Leave a comment