হাসপাতালের সব সংকট দূর করা হবে
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের সব সমস্যা দূর করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবকিছু ঢেলে সাজানো হবে। এ লক্ষ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি কি সমস্যা আছে তা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় রেজুলেশন করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্ট সেন্টারে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসপাতালে যারা সব সময় কর্তব্যে ফাঁকি দিতে ব্যস্ত তাদের নামের তালিকা দিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এমপি। হাসপাতালের ৫০ শয্যায় উন্নতীকরণ ভবন নির্মাণ দীর্ঘদিন ধরে বন্ধ, পুরাতন ভবন জরাজীর্ণ ও চিকিৎসকসহ নানা সংকটে চলছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন- কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াসিন রেজা, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ও গাংনী প্রেসক্লাব সহসভাপতি মজনুর রহমান আকাশ। উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহেল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু ও উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউর রহমান জিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, ক্লিনিক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। এর আগে এমপি মকবুল হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন।