গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ-হিজলবাড়িয়া সড়ক থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গাংনীর হিন্দা পুলিশ ক্যাম্পের একটি টিম তাদেরকে আটক করে। পুলিশের দাবি আটককৃতরা ছিনতাই করার জন্য রাস্তায় অপেক্ষা করছিলো। এরা হচ্ছে- গাংনীর মাইলমারী গ্রামের জহিরুদ্দিনের ছেলে রতন মিয়া (৪০), আনছার আলীর ছেলে মিলন (২৫) ও পালান আলীর ছেলে উবাই হোসেন (২০)।
গাংনী থানা ওসি রিয়াজুল ইসলাম জানান, ভোমরদহ-হিজলবাড়িয়া সড়কে পুলিশের টহল গাড়ি দেখে ওই তিনজন পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। গত বছরের ২০ সেপ্টেম্বর একই স্থানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছিলো একদল ছিনতাইকারী। ওই ঘটনার মামলার সন্দেহভাজন হিসেবে আটক তিনজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হতে পারে।