এক সপ্তার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় আগামী এক সপ্তার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ জনগুরুত্বপূর্ণ বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বিগত সেপ্টেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভার কার্যবিবরণী পাঠ করেন। সভায় জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীনুজ্জামানসহ সককারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ১৯ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তা উদযাপন করা হবে। দর্শনা পৌরসভায় শিগগিরই মাথাভাঙ্গা নদী থেকে পানি এনে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সাপ্লাই পানি সরবরাহ করা হবে। এছাড়া বেলা ১২টার পর পৌরসভার কোনো কর্মচারী অফিসে থাকে না বলে সভায় আলোচনা করা হয়। এ বিষয়ে দর্শনা পৌর মেয়রকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা আগামী জানুয়ারি মাসে ইউজিপি-৩ প্রকল্পের আওতায় রাস্তাঘাট উন্নয়নসহ শিক্ষা বিষয়ে কাজ করবে। এ প্রকল্পটি প্রথমবারের মতো চুয়াডাঙ্গা পৌরসভাসহ দেশে চারটি পৌরসভায় চালু করা হচ্ছে। উপজেলা পরিষদকে সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজস্ব আয় থেকে উন্নয়ন কাজ চালিয়ে নিতে হবে। জনবল না থাকায় দামুড়হুদা উপজেলা দমকল স্টেশনটি চালু করা যাচ্ছে না বলে সভায় জানানো হয়। বিদ্যুত সংযোগ না পাওয়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) চালু করা সম্ভব হচ্ছে না। জমি নিয়ে মামলা থাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তৈরি সম্ভব হচ্ছে না। জমি পাওয়া সাপেক্ষে জেলা রেজিস্ট্রার অফিস নির্মাণ করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে কাজের মান ভালো করার পরামর্শ দেয়া হয়। বীজ প্রত্যয়ন এজেন্সির প্রত্যয়নের বাইরে কোনো বীজ বিক্রি না হয়। বীজ নিয়ে কোনো কৃষক যেন প্রতারিত হতে না পারেন। জীবননগরে প্রতিদিন সন্ধ্যার আজানের সময় বিদ্যুত চলে যাওয়ার বিষয়টি আবারও আলোচনা হয়। বিষয়টি প্রতি কড়া দৃষ্টি দিতে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। যে সকল মুক্তিযোদ্ধা ঈদের সময় ভাতা নিয়েছেন সরকারি নির্দেশনার বাইরে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়েছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে যে সকল বিদ্যালয় ও কলেজ লেখাপড়া করানো হচ্ছে না তাদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে জমা দিতে জেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে। গতমাসে মালয়েশিয়ায় ৭৪ জন ও অন্যান্য দেশে ৪৭১ জন চুয়াডাঙ্গা থেকে বিদেশে গেছেন। ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিং করা হবে এবং এক সপ্তার মধ্যে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Leave a comment