বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ৪০

 

মাথাভাঙ্গা মনিটর: ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠলো ইরাকের রাজধানী বাগদাদ। শনিবার রাতে শহরের দুটি শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক নাগরিক। কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে শিয়া জঙ্গি সংগঠন এ হামলার পেছনে যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এদিন বাগদাদের উত্তরে খাজিমিয়া জেলায় পুলিশের একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে প্রথম গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। এ আক্রমণে ২৩ জন প্রাণ হারান। আহত অবস্থায় আরও ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরের উত্তর-পশ্চিমে শুলা জেলায়। একটি বাণিজ্যিক ভবন লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রাণ হারান ১৭ জন। আহত আরও অন্তত ১৮ জন।