ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালু

 

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে। নতুন বিভাগ দুটি হলো- বিজ্ঞান অনুষদের অধীনে ফলিত গণিত এবং সামাজিকবিজ্ঞান অনুষদের অধীনে কমিউনিকেশন ডিসঅর্ডার। রোববার ঢাবি জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- দেশের চাহিদার কথা বিবেচনা করে নতুন এ বিভাগ দুটি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগির এ দুটি বিভাগের কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগ দুটি খোলার অনুমোদন দেয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে, ১৯২১ সালের ১ জুলাই তিনটি অনুষদে ১২টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। এর পরে বিভিন্ন সময়ে অনুষদ ও বিভাগের সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষ। ঢাবিতে এখন নতুন চালু হওয়া দুটি বিভাগ নিয়ে ১৩ অনুষদের অধীনে মোট ৭৩টি বিভাগ হলো।