জীবননগরে হাসাদাহ জনতা ব্যাংকের ঋণ বিতরণ

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জনতা ব্যাংক হাসাদাহ শাখার উদ্যোগে গতকাল রোববার কৃষকদের মাঝে প্রকাশ্য ঋণ বিতরণ করা হয়েছে। জনতা ব্যাংক চুয়াডাঙ্গা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ধীরেন চন্দ্র তপাদার প্রধান অতিথি হিসেবে ১০ জন কৃষকের হাতে ৪ লাখ ২০ হাজার টাকার এ ঋণ তুলে দেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মীর্জা তারেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাস, হাবিবুর রহমান বিশ্বাস, নূর ইসলাম, প্রভাষক জসিমউদ্দিন জালাল, ব্যাংকের পল্লি ঋণ অফিসার আব্দুল কুদ্দুছ ও ক্যাশিয়ার সাইদুর রহমান ও প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলার কাটাপোল গ্রামের কৃষক আমিরুল ইসলামকে ৪২ হাজার, জহুরুল ইসলামকে ৪৮ হাজার, বাঁকা গ্রামের আছিরুদ্দিনকে ২৫ হাজার, রবিউল ইসলামকে ১৫ হাজার, মিনাজপুরের মেছের আলীকে ৫০ হাজার, ইনসান আলীকে ৮০ হাজার, হাসাদাহের মোশাররফ হোসেনকে ৪০ হাজার, আব্দুর রফিককে ৩০ হাজার, কৃষ্ণচন্দ্রপুরের হান্নান বকাউলকে ৫০ হাজার ও আব্দুর রহিমকে ৪০ হাজার টাকা প্রকাশ্য ঋণ দেয়া হয়।

Leave a comment