চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বক্তারা

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশের শিল্পের সমৃদ্ধি ও প্রসার ঘটানো

 

স্টাফ রিপোর্টার: আনন্দ র‌্যালি, পতাকা উত্তোলন, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে গতকাল রোববার চুয়াডাঙ্গা জাতীয় শ্রমিকলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় দলীয় কাযালয়ে এসে সমাবেশের আয়োজন করে। জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর শ্রমিকলীগ প্রতিষ্ঠিত হওয়ার পর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশের মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে দেশের শিল্পের সমৃদ্ধি ও প্রসার ঘটানো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়নে দেশের শিল্প সমৃদ্ধি ও প্রসার ঘটিয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা শ্রমিকলীগের সহসভাপতি ইসলাম উদ্দিন, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা শ্রমিকলীগের উদ্যোগে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড ৪ রাস্তার মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হকের নেতৃত্বে আনন্দর‌্যালি শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। জেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, খুলনা বিভাগীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাহবুব এলাহী, শ্রমিক নেতা এমএ কুদ্দুস, গাংনী থানা শ্রমিকলীগের সভাপতি বানারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা শ্রমিকলীগের শ্রমিককল্যাণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন, রেজাউল হক, মেহেরপুর ওজোপাডিকোর সভাপতি গাজি দাউদ-উর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল কবীর রঞ্জু, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামছুল আলম আবুল, সাধারণ সম্পাদক খাকসার আলী, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু সব সময় সোচ্চার ছিলেন এবং শ্রমিকদের উন্নয়নে তিনি সব সময় পাশে ছিলেন। শ্রমিকরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সবশেষ সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সঞ্চলনায় ছিলেন শ্রমিকলীগ নেতা সাইদুর রহমান সাঈদ।