স্টাফ রিপোর্টার: পোড়াদহ জিআরপি তিন শিশুকে উদ্ধার করেছে। তাদের বাড়ি চুয়াডাঙ্গার গাইদঘাট ও দীননাথপুরে জানালেও তথ্যের মিল খুঁজে পাওয়া যায়নি। ওই তিন শিশু কীভাবে পোড়াদহে গিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে ট্রেনযোগে তারা পোড়াদহে যেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদেরকে কেউ অপহরণ করেছিলো কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে ৩ থেকে ৬ বছর বয়সী তিন শিশু কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশন এলাকায় উদভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করছিলো। তাদেরকে অভিভাবকহীন দেখে পোড়াদহ জিআরপি তাদেরকে ফাঁড়ি হেফাজতে নেয়। ওই তিন শিশু পুলিশের কাছে জানায়, তাদের নাম স্মৃতি, ইতি ও সাইফুল। তারা সঠিকভাবে ঠিকানা না বলতে পারলেও গাইদঘাট ও দীননাথপুরের নাম বলেছে। তাতে পুলিশের ধারণা চুয়াডাঙ্গার দীননাথপুর অথবা গাইদঘাট গ্রামে তাদের বাড়ি হবে। ওই শিশুরা বলেছে তাদের পিতার নাম কালু। তিনি ফেরি করে আংটি বিক্রি করেন। মামার নাম ইউসুফ আলী। জিআরপি তাদের সঠিক ঠিকানা খুঁজে না পেয়ে সাংবাদিক ও এনজিওকর্মীদের শরণাপন্ন হয়। পরে কুষ্টিয়ার এনজিওকর্মী আব্দুর রাজ্জাক ফোন করেন চুয়াডাঙ্গার প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের কাছে। পরে গতকাল বিল্লাল হোসেন দিনভর বিভিন্ন ব্যক্তির কাছে ফোন দিয়েও শিশু তিনটির দেয়া তথ্যের সাথে মিল খুঁজে পাননি। তবে পোড়াদহ জিআরপি ফাঁড়ির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।