খাইবার ও ওয়াজিরিস্তানে বিমান হামলায় নিহত ২১

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত খাইবার এজেন্সি ও উত্তর ওয়াজিরিস্তানে দেশটির বিমান বাহিনীর আলাদা দুটি হামলায় অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছেন। রোববার এসব হামলা চালানো হয়েছে বলে পাকিস্তান আইএসপিআরর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন অনলাইন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওই বিবৃতিতে বলা হয়, বিমান হামলায় উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের দুটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। এখানে ১১ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকায় আইএসপিআরর এ দাবি নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ডন। খাইবার এজেন্সির কুকি খেল এ চালানো অপর বিমান হামলায় অন্তত ১০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এখানে জঙ্গিদের তিনটি গোপন আস্তানা ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ জঙ্গি হামলা জের ধরে ১৫ জুন পাকিস্তান সেনাবাহিনী জঙ্গি বিরোধী জার্ব-ই-আজব অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে রোববারের এসব হামলা চালানো হয়।