এক সময়ের রোদ বৃষ্টিতে ব্যবহৃত মাথাল বিলুপ্তির পথে

 

মোস্তাফিজুর রহমান কচি/শরীফ রতন: ‘মেজ ভাই সেজ ভাই কেই গেলিরে কাঁস্তে মাথাল নিয়ে চল মাঠে যাইরে……..’। ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের হৃদয়ের এ গানটি এখন আর তেমন শোনা যায় না। কারণ কৃষকরা কাঁস্তে ব্যবহার করলেও মাথালের ব্যবহার নেই বললেই চলে। এক সময় এদেশের কৃষকরা রোদ-বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে ব্যবহার করতো বাঁশ ও সেগুন গাছের পাতা দিয়ে তৈরি মাথাল। এখন সর্বস্তরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তাই এখন আর কৃষকদের মাথাল মাথায় দিয়ে মাঠে দল বেধে কাজ করতে দেখা যায় না। মাথালের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্যাপ, ছাতা ও গামছাসহ বিভিন্ন উপকরণ। আবার মাথালকে বাড়তি ঝামেলা হিসেবে দেখে অনেক কৃষক। তাই যুগের আবর্তে হারিয়ে যেতে বসেছে মাথাল।

Leave a comment