শতাধিক যাত্রী নিয়ে হাতিয়ায় ট্রলার ডুবি

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ট্রলারটি ডুবে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ে। তবে অনেকে সাঁরতে তীরে উঠতে সক্ষম হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকাটি হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিলো। তবে চেয়ারম্যান ঘাটের কাছে গিয়ে এটি ডুবে যায়। এ পর্যন্ত শতাধিক যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ট্রলারটিতে ঠিক কতোজন যাত্রী ছিলো তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে নিখোঁজদের সঠিক সংখ্যা জানা যায়নি।

Leave a comment