ভুয়া সাংবাদিক হাতিকাটার মাসুদ গ্রেফতার

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে মদ্যপ অবস্থায় পুলিশের ওপর চড়াও

 

স্টাফ রিপোর্টার: ভুয়া সাংবাদিক চুয়াডাঙ্গা হাতিকাটার মাসুদকে পুলিশ গ্রেফতার করেছে। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে লাঞ্ছিত করার এক পর্যায়ে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সেই সাথে আটক করা হয়েছে কাগজপত্রবিহীন প্রেস লেখা একটি মোটরসাইকেল।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মৃত মানিক জোয়ার্দ্দারের ছেলে মাসুদ জোয়ার্দ্দার (৪০) পেশায় ট্রাক ড্রাইভার। তিনি প্রেস লেখা একটি মোটরসাইকেলযোগে গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে নিজগ্রাম হাতিকাটায় যাচ্ছিলেন। দৌলাতদিয়াড়ে পৌঁছুলে বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে তিনি পুলিশের কাজে বাধা দেন এবং শারীরিকভাবে পুলিশকে লাঞ্ছিত করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে মাসুদকে গ্রেফতার করে। এ সময় আটক করা হয় প্রেস লেখা একটি মোটরসাইকেল। ভুয়া প্রেস লেখার কারণ হিসেবে মাসুদ পুলিশের কাছে জানান- মোটরসাইকেলের কাগজপত্র হারিয়ে গেছে। তাই পুলিশি ঝামেলা এড়ানো ও বাড়তি সুযোগ পাওয়ার জন্যই মোটরসাইকেলে প্রেস লিখে নিয়েছে। সদর থানার এসআই তকিবুর জানান, গ্রেফতারের সময় মাসুদকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ওয়াস করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন দৈনিক মাথাভাঙ্গাকে জানান, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সাংবাদিক পরিচয় দেয়ায় মাসুদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।