স্টাফ রিপোটার: দর্শনার বহুল আলোচিত জুঁইয়ের কাণ্ডে আবারো শুরু হয়েছে সমলোচনা। টানা ১২ দিন মা মনোয়ারাকে ঘরে আটকে অমানুষিক নির্যাতন করেছে। পুলিশের সহযোগিতায় তালাবন্ধ ঘর থেকে আহত অবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করেন সাবেক মেয়র মতিয়ার রহমান। দর্শনা আনোয়ারপুরের মীর আবু তাহেরের মেয়ে জুঁই। বহুদিন থেকে বিভিন্নভাবে সমলোচিত। অভিযোগ উঠেছে, গত ১২ দিন ধরে জুঁই তার মা মনোয়ারা বেগমকে আজমপুর ইটভাটাপাড়ার নিজ বাড়িতে আটকে রাখে। ঘরে তালাবন্ধ করে ১২ দিন ধরে অমানুষিক নির্যাতন করেছে মনোয়ারা বেগমকে। কেন কি কারণে মায়ের ওপর তার রাগ ক্ষোভ তা এখনও পরিষ্কার না হলেও জুঁইয়ের ওপর ফুঁসে উঠেছে অনেকেই। দর্শনা আইসি পুলিশের সহযোগিতা নিয়ে গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান ও স্থানীয় লোকজন জুঁইয়ের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে আহত অবস্থায় উদ্ধার করেছেন মনোয়ারা বেগমকে। প্রাথমিকভাবে চিকিৎসা শেষে মনোয়ারাকে হাসপাতালে ভর্তির কথা শোনা গেলেও দর্শনা আইসি ইনচার্জ মিজানুর রহমান বলেছেন অন্য কথা। তিনি বলেছেন, মনোয়ারা বেগমকে তার স্বামীর বাড়িতে দেয়া হয়েছে। এদিকে এ বিষয়ে জুঁইয়ের কাছে জানার জন্য মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।