মাথাভাঙ্গা মনিটর: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে কাওসার ছাড়াও আরও তিন বাংলাদেশি জামায়াত নেতাকে খুঁজছে ভারতীয় গোয়েন্দারা। এরা হলো- হাতকাটা নাসিরুল্লা, সাকিব এবং সাজিদ। সিআইডি অফিসারদের দাবি, এ চার জামায়াত নেতা পশ্চিমবঙ্গের খাগড়াগড়ের মতো বিভিন্ন ডেরা থেকে বিস্ফোরক ও বোমা চালান করত বাংলাদেশে। ঢাকায় শেখ হাসিনা সরকারের হাত এড়িয়ে বিস্ফোরক তৈরির কাজ হাসিল করতেই এ রাজ্যে বছরের পর বছর বসে থেকে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করেছিলো তারা। আবার ওই বিস্ফোরকের একটা অংশ ভারতে নাশকতার কাজে ব্যবহার করাও জঙ্গিদের উদ্দেশ্য ছিলো বলে তদন্তকারীদের সন্দেহ। বাংলাদেশের টাঙ্গাইল থেকে বছর সাতেক আগে এ দেশে ঢোকা শাকিল আহমেদ অষ্টমীর দিন খাগড়াগড়ের ডেরায় বিস্ফোরণে মারা যায়। সিআইডির হাতে ধরা পড়ে আহত আব্দুল হাকিম, তার স্ত্রী আলিমা বিবি এবং শাকিলের স্ত্রী রাজিয়া ওরফে গুলশানা বিবি। তাদের জেরা করেই সিআইডি জেনেছে, খাগড়াগড়ে শাকিল যে বোমা তৈরি করত, কওসর তার কয়েকজন সহযোগীর মাধ্যমে তা পৌঁছে দিতো বেলডাঙার বড়ুয়া মোড়ের এক ডেরায় সাকিবের জিম্মায়।