কাওড়াকান্দি ঘাটে পাঁচ শতাধিক যান আটকা

স্টাফ রিপোর্টার: ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী। এ সুযোগে শিবচরের কাওড়াকান্দি ঘাটে শুরু হয়েছে হয়রানি, জুলুম নির্যাতন। ফলে ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সবচেয়ে বেশি জুলুম চলছে লঞ্চ ও স্পিডবোটের যাত্রীদের সাথে। নির্ধারিত ভাড়ার চেয়ে ইচ্ছে মাফিক ২/৩ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে অনেক যাত্রীকে সইতে হচ্ছে অপমান।

কাওড়াকান্দি ঘাট ঘুরে ও বিভিন্ন যাত্রীর অভিযোগ থেকে জানা গেছে, কাওড়াকান্দি-মাওয়া নৌ-রুটে প্রতিদিন ৩শ লঞ্চ যাতায়াত করে থাকে। সরকার নির্ধারিত জনপ্রতি লঞ্চের ভাড়া ২৫ টাকা এবং টার্মিনাল ফি ৩ টাকা। সেখানে টার্মিনাল ফি আদায় করা হচ্ছে ১০ থেকে ২০ টাকা। যাত্রীরা ২০ টাকা বা ৫০ টাকার নোট যে যা দিচ্ছে তাদের বাকি টাকা ফেরত দেয়া হচ্ছে না। প্রতিবাদ করলে যাত্রীদের সাথে চরম দুর্ব্যবহার করছে ঘাট কর্তৃপক্ষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা লঞ্চ ও স্পিডবোটের বেলায়। কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটগুলো যাত্রীপ্রতি ৫০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করছে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সব পরিবহন শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। লঞ্চে ২৫ টাকার স্থলে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৫০ টাকা। টিকেট কালেক্টরকে ৫০ টাকার নোট দিলে বাকি টাকা ফেরত দেয়া হচ্ছে না।