মেসি-রোনাল্ডাদের পেছনে ফেললেন ধোনি

 

মাথাভাঙ্গা মনিটর: ফোর্বস ম্যাগাজিনে ধনী ক্রীড়াবিদদের তালিকায় ভারত থেকে জায়গা হয়েছে  কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ধোনি তালিকায় পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন। এ বছর ধোনির আয়ের পরিমাণ কুড়ি মিলিয়ন ডলার। গতবার যা ছিলো ২১ মিলিয়ন ডলার। আয়ের পরিমাণে ধোনি পেছনে ফেলেছেন বোল্ট, রোনাল্ডো, মেসি, নাদালদের। ফোর্বস প্রথম যে দশ জন ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে, সেখানে শীর্ষে রয়েছেন মার্কিন বাস্কেট প্লেয়ার লি জেমস। তিনি চলতি বছরে আয় করেছেন ৩৭ মিলিয়ন ডলার। এরপর যথাক্রমে রয়েছেন গলফার টাইগার উডস (৩৬ মিলিয়ন ডলার), সুইস টেনিস তারকা  রজার ফেডেরার (৩২ মিলিয়ন ডলার)। এরপর জামাইকান স্পিড স্টার উইসেন বোল্ট তালিকার ছয় নম্বরে, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাতে, আর্জেন্টাইন কিংবদন্তি লিও মেসি আটে এবং স্প্যানিশ টেনিস লেজেন্ড রাফায়েল নাদাল ৯ নম্বরে জায়গা পেয়েছেন।