মেহেরপুর আমঝুপিতে প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: ফুটবল মাঠে একজন খেলোয়াড় যদি হামাগড়ি দিয়ে বল কুড়িয়ে বেড়ায়। হাত ও পা দিয়ে তার বল খেলার অনুমতি থাকে। একজন গোলরক্ষক চেয়ারে বসে লাঠি দিয়ে বল ঠেঁকান এবং তিনি যাতে ঘুমিয়ে না পড়েন তার জন্য আয়োজকদের সতর্ক থাকতে হয় এবং অপরপক্ষের গোলরক্ষক যদি লম্বায় ৬ ফুট ৬ ইঞ্চি হন। আবার মাঝ মাঠে কোনো খেলোয়াড় যদি লাঠি দিয়ে বলে লম্বা কিক দেন….। তবে কেমন হবে এ খেলা। ঈদের আনন্দকে আরো আনন্দঘন করার জন্য মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় প্রতিবন্ধীদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিকনি একাদশ ও ভাঙড়ি একাদশের মধ্য অনুষ্ঠিত খেলাটি ড্র হয়। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে চিকনি (পাতলা) একাদশ ও ভাঙড়ি (অঙ্গহানি) একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলায় চিকনি একাদশের পক্ষে কুদ্দুস ও কুমার এবং ভাঙড়ি একাদশের পক্ষে সত্য হালদার ও নিহাজউদ্দিন একটি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন জহুরুল ইসলাম খাঁন। তাকে সহযোগিতা করেন মাসুদুল হাসান ও লিটন। খেলায় ধারাভাষ্য দেন মিজানুর রহমান। খেলায় ভাঙড়ি একাদশের আব্দুল খালেক ম্যান অব দি ম্যাচ এবং চিকনি একাদশের পক্ষে আব্দুল হামিদ ও ভাঙড়ি একাদশের পক্ষে সত্য হালদার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে আমরা ক’জনের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক রফিক-উল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, প্রকৌশলী জিয়াউর রহমান জিয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, প্রধান শিক্ষক মামুল ইসলাম ও মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।