জীবননগর কন্দর্পপুরে বাল্যবিয়ে : ভ্রাম্যমাণ আদালতে বর-কনের পিতার জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কন্দর্পপুরে বাল্যবিয়ের একটি আসরে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ। গত মঙ্গলবার রাতে তিনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ বর-কনের পিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। আদালত বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বর-কনের পিতাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের মেম্বার আবুল কাশেমের মেয়ে হাসাদাহ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী জান্নাতুল আরা কাজলের সাথে একই গ্রামের বৈদ্যনাথপুরের সাখাওয়াত মল্লিকের ছেলে খালিশপুরের জিয়া কলেজছাত্র বিল্লাল হোসেনের মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের এ খবর পান ইউএনও নুরুল হাফিজ। তিনি তাৎক্ষণিকভাবে বিয়ের আসরে অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় পুলিশ কনের পিতা ইউপি মেম্বার আবুল কাশেম ও বরের পিতা শাখাওয়াত মল্লিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুরুল হাফিজ তাদেরকে বাল্যবিয়ে দেয়া থেকে সতর্ক করেন এবং ১ হাজার টাকা করে জরিমানা করেন।