সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী
স্টাফ রিপোর্টার: জেলা সঙ্গীতশিল্পী কল্যাণ পরিষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদপুনর্মিলনী উপলক্ষে আলোচনাসভা, ছয়জনকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলোচনাসভায় প্রধান অতিথি থেকে বলেন, চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে এখন আর আগের মতো সাংস্কৃতিক চর্চা হয় না। আগের মতো নাচ-গান নাটকও হয় না। আর এর প্রধান কারণ অর্থের অভাব। শুধু সরকারিভাবে আর্থিক সহযোগিতা করলেই হবে না। পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে। না হলে সাংস্কৃতিক অঙ্গন আর আগের মতো জমজমাট হবে না। সাংস্কৃতিক চর্চা হলে যেমন সমাজের অনেক অপরাধ দূর হয় ঠিক তেমনি সাংস্কৃতিক চর্চা করলে মন ও শরীর ভালো থাকে। চুয়াডাঙ্গা জেলা সঙ্গীতশিল্পী কল্যাণ পরিষদের সভাপতি ওয়ালিউর রহমান মালিক টুল্লুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এছাড়াও উপস্থিত ছিলেন- এনডিসি মুনিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার, সাব্বির রাহমান সানি, জেসমনি নাহার, আবু তাহের মুহা. সামছুজ্জামান, মুশফিকুল আলম হালিম, তরিকুল ইসলামসহ অনেকে। সঙ্গীত অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় শহিদুল হক বিশ্বাস, গোলাম মোস্তফা ভোলা, আব্দুর সালাম, আকবার হোসেন, কাজল মাহমুদ, শফিক তুহিন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।