ঈদের নামাজের সময়সূচি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কর্তৃক শহর এবং পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের সুবিধা বিবেচনা করে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং ২য় জামাত সকাল পৌনে ৯টায়, পুলিশ লাইন ঈদগা ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, কারাগার সংলগ্ন ময়দানে সকাল ৮টায়, ভি.জে হাইস্কুল ময়দান (চাঁদমারি মাঠ) কোর্টপাড়ায় সকাল ৮টায়, ভি.জে হাইস্কুল প্রাঙ্গণ ময়দানে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগা ময়দানে সকাল সোয়া ৮টায়, হাটকালুগঞ্জ গাংপাড়া ঈদগা ময়দানে সকাল ৯টায়, ভিমরুল্লাহ ঈদগা মাঠে সকাল সোয়া ৮টায়, বড়বাজার জামে মসজিদে সকাল ৮টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগায় সকাল ৮টায়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয় ময়দানে সকাল সাড়ে ৮টায়, পানি উন্নয়ন বোর্ড (টেনিস মাঠ) সকাল সোয়া ৮টায়, রেলবাজার আলিয়া মাদরাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় সকাল পৌনে ৯টায়, ইসলামপাড়া গোরস্তানপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজমাঠে সকাল সাড়ে ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম ঈদগা ময়দানে সোয়া ৮টায়, বেলগাছি ঈদগা ময়দানে সকাল ৮টায়, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল পৌনে ৮টায়, আল-হেলাল ইসলামী একাডেমী মাঠে সকাল সাড়ে ৮টায়, জাফরপুর ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদে সাড়ে ৮টায়, নূরনগর-কলোনিপাড়া ঈদগা ময়দানে সকাল ৯টায়, দৌলাতদিয়াড় সরদারপাড়া ঈদগা ময়দানে সকাল ৮টায়, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, ইসলামপাড়া পুরাতন জামে মসজিদ ও ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, সাতগাড়ি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, দিগড়ি ঈদগা ময়দানে সকাল সোয়া ৮টায়, তালতলা ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, হাজরাহাটি স্কুল ময়দানে সকাল সাড়ে ৮টায়, হাজরাহাটি ঈদগা ময়দানে সাড়ে ৮টায়, কুলচারা ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, এমএ বারী ঈদগা ময়দানে সাড়ে ৮টায়, সুমিরদিয়া জামে মসজিদ সকাল সাড়ে ৮টায় ও মুসলিমপাড়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল পৌনে ৯টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও দৌলৎগঞ্জ থানাপাড়া ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, উথলী ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, খয়েরহুদা ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, মনোহরপুর ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, ধোপাখালী ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, মিনাজপুর স্কুল ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা ময়দানে সকাল ৯টায়, মাধবপুর ঈদগা ময়দানে সকাল ৮টায়, হাসাদাহ ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং অন্যান্য ঈদগা ময়দানে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।