হংকঙে বিক্ষোভকারীদের ওপর চড়াও চীনপন্থিরা

মাথাভাঙ্গা মনিটর: হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলন শিথিল হয়ে আসার মধ্যেই রাজপথের অবস্থান শিবিরে সংঘর্ষে জড়িয়েছে গণতন্ত্রপন্থি ও বেইজিংপন্থিরা। গতকাল শুক্রবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রশাসন ও গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদে আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় গণতন্ত্রকামীরা। এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার কয়েকটি স্থানে রাজপথ দখল করে আন্দোলনের বিরোধীরা বিক্ষোভকারীদের তাঁবু তছনছ করে। এ সময় দু পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়। এক সপ্তা ধরে বিক্ষোভ চলার পর সরকার আলোচনার প্র্রস্তাব দিলে তা মেনে নেয়ার ঘোষণা দেন গণতন্ত্রপন্থি অকুপাই মুভমেন্ট নেতারা। অবস্থান শিবিরগুলো থেকেও বিক্ষোভকারীরা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেন। তবে আলোচনার বসার প্রস্তুতির মধ্যেও অনেক বিক্ষোভকারী রাজপথ দখল করে পড়ে থাকায় সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। বিকালে কওলুন উপদ্বীপের মঙ কক জেলায় আন্দোলনের বিরোধীরা বিক্ষোভকারীদের তাঁবু ভেঙে দেয়। দীর্ঘদিনের আন্দোলনে ক্ষুব্ধ হয়ে উঠেছিলো স্থানীয় বাসিন্দারাও। তবে পুলিশ এ সময় এগিয়ে এসে দু পক্ষকে সরিয়ে দেয়ার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।