সুনীল নারিন নিষিদ্ধ

মাথাভাঙ্গা মনিটর: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা বোলার সুনীল নারিনকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তে বলা হয়, বোলিং অ্যাকশন ঠিক না করা পর্যন্ত বিসিসিআই আয়োজিত কোনো ধরনের ক্রিকেটে বল করতে পারবেন না। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে দেখা যাবে না কোলকাতা নাইট রাইডার্সের সেরা স্পিনার সুনীল নারিনকে। সেমিফাইনালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ করেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা। দু ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনালেও তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আনা হয়।

Leave a comment