মেহেরপুর বাসস্ট্যান্ডে চামড়া কেনা-বেচার দোকান : দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চামড়া কেনা-বেচার দোকানের চামড়ার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষ। দোকান মালিক ও চামড়া ব্যবসায়ীকে অনুরোধ করে চামড়ার ব্যবসা লোকালয় হতে সরাতে না পেরে এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকার বাসিন্দা মো. ওবাইদুর রহমান বলেন, সড়কের দু পাশে দোকানে-দোকানে সাজানো আর ওই সড়ক দিয়ে চলাচল করে স্কুল-কলেজের ছেলে মেয়েরাসহ বিভিন্ন পেশার শ শ মানুষ। অনেকগুলো দোকানের মাঝে একমাত্র চামড়ার দোকানের চামড়ার গন্ধে ওই এলাকায় বসবাসকারীরাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নাকে রুমাল দিয়ে চলতে হয়। চামড়ার গন্ধে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। এ ব্যাপারে দোকানমালিক মো. মোশারফ হোসেন ও দোকানের ব্যবসায়ী ভাড়াটিয়া আব্দুল ওহাবকে চামড়ার ব্যবসা বন্ধ কিংবা লোকালয়ের বাইরে কোনো স্থানে চামড়ার ব্যবসা করতে বলা হলেও তারা কর্ণপাত করেননি। এমতাবস্থায় এলাকার ব্যবসায়ী ও বসবাসকারীরা ওই চামড়ার দোকান উচ্ছেদে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

Leave a comment