মাথাভাঙ্গা মনিটর: মসুমের প্রথম হারের ধাক্কা সামলে ওঠার লক্ষ্যে শনিবার লা লিগায় রায়ো ভায়েকানোর মাঠে খেলতে যাবে বার্সেলোনা। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। স্পেনের শীর্ষ লিগ লা লিগায় অবশ্য এখনও অপরাজিতই আছে অন্যতম সফল এই দলটি। লিগের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জেতার পর গত ২৫ সেপ্টেম্বর মালাগার মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। পরের ম্যাচেই অবশ্য গ্রানাদাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ান লিওনেল মেসি-নেইমাররা। বড় অঘটনটা ঘটে গত মঙ্গলবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৩-২ গোলে হেরে বসে তারা। ওই হারের আগ পর্যন্ত মরসুমে একটিও গোল না খাওয়া বার্সেলোনার রক্ষণ নিয়ে রীতিমতো গুণমুগ্ধ ছিলো সবাই। কিন্তু ওই ম্যাচের পর পিএসজির কোচ লরাঁ ব্লাঁ জানান, বার্সেলোনার রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়েই নাকি সাফল্য পেয়েছে তারা। তাই ভায়েকানোর বিপক্ষে জয়ের ধারায় ফেরার পাশাপাশি দলের ছোটখাট ভুলগুলো শুধরে নেয়ার লক্ষ্যও রয়েছে বার্সেলোনা কোচ লুইস এনরিকের। একটা দল হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ায় আপনার ভুল করার প্রয়োজন আছে। যদিও এ ম্যাচে আমরা মূল্য দিয়েছি। কিন্তু ভুলগুলো আমাদের শোধরাতে হবে। ওই হারটা এনরিকের কপালে ভাঁজ ফেললেও তার স্বস্তির জায়গাও আছে- মরসুমের শুরু থেকেই অসাধারণ ফর্মে আছে দলের দু সেরা তারকা মেসি ও নেইমার। বার্সেলোনার হয়ে লা লিগায় এ পর্যন্ত ২৪৮ গোল করা মেসির সামনে রয়েছে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি। আর মাত্র চারটি গোল করলেই ২৫১ গোল নিয়ে শীর্ষে থাকা তেলমো সাররাকে ছাড়িয়ে যাবেন টানা চারবারের বর্ষসেরা মেসি। এ মরসুমে লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচ গোল করে ফেলেছেন আর্জেন্টিনার মেসি। পিএসজির বিপক্ষে হারের ম্যাচেও গোল করেছিলেন তিনি। গোল করার ধারাবাহিকতা ধরে রেখে সাররার রেকর্ড ভাঙার পথে হয়ত এই ম্যাচে অনেকটাই এগিয়ে যাবেন মেসি। ইউরোপ সেরার লড়াইয়ের গত ম্যাচে গোল করেছিলেন নেইমারও। লিগে এ পর্যন্ত নেইমারের গোল ৬টি। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ক্যাম্প নউয়ের দলটি। গত ম্যাচে হারের কারণে বার্সেলোনার আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরলেও পয়েন্ট তালিকার নবম স্থানে থাকা ভায়েকানোর মাঠে মেসিদের কক্ষপথে ফেরাটা কঠিন হওয়ার কথা নয়।