নানির মৃত্যুর সংবাদ শুনে দেখতে যাওয়ার সময় বিপত্তি : করিমন দুর্ঘটনায় পা ভাঙলো নাতির

 

আলমডাঙ্গা ব্যরো: নানির মৃত্যুর সংবাদ শুনে দেখতে যাওয়ার সময় আলমডাঙ্গা বাস টার্মিনালের নিকটে করিমন দুর্ঘটনা কবলে পড়ে অল্পের জন্য বেঁচে গেছে রোয়াকুলির গৃহবধূ জান্নাতুল ও তার দেড় বছরের সন্তানের জীবন। গতকাল বেলা ১২টার দিকে আলমডাঙ্গা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলির ফারুক হোসেনের স্ত্রী জান্নাতুল (৩০) নানির মৃত্যুর সংবাদ শুনে বাড়ি থেকে নানাবাড়ি দুর্গাপুর যাওয়ার সময় বণ্ডবিল গেটে নামতে গিয়ে ভুলে আলমসাধু গাড়িতে তার ব্যাগ চলে যায়। জান্নাতুল পরে একটি করিমন গাড়ি ভাড়া করে নিয়ে আলমডাঙ্গা লাল ব্রিজের কাছ থেকে তার ব্যাগ নিতে যান। ব্যাগ নিয়ে ফেরার পথে টার্মিনালের নিকট থেকে হালকা মোড় নিতে গিয়ে করিমন গাড়ি তারকাঁটা ঘেরা খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় তারকাঁটার মধ্যে পড়ে জান্নাতুলের একটি পা ভেঙে যায়। জানাতুলকে স্থানীয় জনগণ উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

Leave a comment