দামুড়হুদার দর্শনা সীমান্তে পতাকা বৈঠক : পাচার হওয়া গার্মেন্টস কর্মী হাসিনাকে দেশে ফেরত

 

দামুড়হুদা প্রতিনিধি: পাচারকারীর খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া হাসিনা (৩০) নামের এক বাংলাদেশি গার্মেন্টসকর্মীকে ফেরত দিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেয়া হয়। গার্মেন্টসকর্মী হাসিনা বেগম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছোটো চতুরা গ্রামের মৃত বাছির উদ্দীনের স্ত্রী।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে ঢাকা গাজীপুর থেকে গার্মেন্টসকর্মী হাসিনা বেগমকে মোটা অঙ্কের বেতনের চাকরির লোভ দেখিয়ে পাচারকারীরা তাকে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করে কোলকাতায় নিয়ে যায় এবং বৃহস্পতিবার সকালে তাকে বিক্রি করার সময় বিষয়টি জানাজানি হয়ে পড়লে পাচারকারীরা হাসিনা বেগমকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে কোলকাতা-গেদেগামী একটি ট্রেনে উঠিয়ে দেয়। বিকেলে গেদে স্টেশন এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে। রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ গার্মেন্টসকর্মী হাসিনাকে ফেরত দিলে বিজিবি সদস্যরা তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাচার হওয়া গার্মেন্টসকর্মী হাসিনা বেগমের পরিবারের সদস্যদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলেই হাসিনা বেগমকে হস্তান্তর করা হবে।

Leave a comment