ঢাকা অফিস: রাজধানী ঢাকার পশুহাটগুলোতে এবার ৫০ হাজার টাকা দামের মধ্যে গরুর ক্রেতা বেশি। এর বেশি দরের গরুর ক্রেতা কম। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় ঢাকার অধিকাংশ হাটই ছিলো বেশ জমজমাট।
সরেজমিন দেখা গেছে, সকাল গড়াতেই হাটগুলোতে ক্রেতাদের সমাগম হতে থাকে। তবে জুমার নামাজের পর থেকে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ৫০ হাজার টাকা দরের মধ্যে যেসব গরু উঠেছে, সেগুলোর ক্রেতা ছিলো সবচেয়ে বেশি।