গাংনীতে বজ্রপাতে দিনমজুর কৃষক নিহত : আহত ২

 

গাংনী প্রতিনিধি: বজ্রপাতে পলাশ হোসেন (২২) নামের এক দিনমজুর কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তিনি মারা যান। তিনি মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের ফইমুদ্দীনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন স্বপন হোসেন (২০) ও আব্দুস সালাম (২৫) নামের দু কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের আয়নাল হকের ছেলে স্বপন ও মোকলেছুর রহমানের ছেলে আব্দুস সালাম (২৫) পলাশের সাথে বেতবাড়িয়া গুচ্ছগ্রামের মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তারা তিনজন আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে গুরুতর আহত পলাশকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পলাশের মরদেহ নেয়া হয় নিজ বাড়িতে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে পলাশের পিতা-মাতা ও স্ত্রী এখন পাগল প্রায়। দিনমজুর পরিবারের বেঁচে থাকার একমাত্র আশা-ভরসা ছিলো পলাশ। তাকে হারিয়ে শোকের পাশাপাশি অথই সাগরে পড়েছেন স্ত্রী।

Leave a comment