কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনের ছেলে জুয়েল (২৫) সড়ক দুঘটনায় নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ঢাকা থেকে কালীগঞ্জে ফেরার পথে ফরিদপুরের মধুখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের সহকারী প্রধান শিক্ষক ওলিয়ার রহমানের ছেলে।
জুয়েলের পিতা ওলিয়ার রহমান জানান, জুয়েল ঢাকা থেকে উদয়ন পরিবহনের একটি বাসে করে কালীগঞ্জ আসছিলো। পথিমধ্যে ফরিদপুরের মধুখালী নামক স্থানে বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে অপর দিক থেকে আসা একটি গরুবোঝাই ট্রাকে ধাক্কা লেগে মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়। গতকাল বাদ জুমা স্থানীয় নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে জানাজা শেষে তার লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ভাইস চেয়ারম্যানের ছেলে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।