মাথাভাঙ্গা মনিটর: ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহী-জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনা পাঠানোর ব্যাপারে অনুমোদন দিল তুরস্কের পার্লামেন্ট। বিবিসি বলছে, আইএসের বিরুদ্ধে সেনা পাঠানোর বিষয়টি দেশটির পার্লামেন্টে তিন-চতুর্থাংশ সদস্যের ভোটে অনুমোদন পায়। পাশাপাশি বিদেশি সেনাদেরও তুরস্কের ভূমি ব্যবহার করে আইএসের বিরুদ্ধে লড়াই চালানোর বিষয়টি অনুমোদিত হয়। আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর লড়াইয়ে আরও কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে তুরস্কের ওপর চাপ ছিলো। সেপ্টেম্বরে তুরস্কের ৪৬ অপহৃতকে আইএস ছেড়ে দেয়ার পর তুরস্ক সরাসরি এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অনিচ্ছুক ছিলো। সেনা পাঠানোর বিষয়টি পার্লামেন্টে তোলার সময় বাইরে এটির বিরোধিতা করে বিক্ষোভ চলছিলো। আর এর মধ্যেই সেনা পাঠানোর প্রস্তাব ৫৫০ সদস্যের পার্লামেন্টে তোলার পর ব্যাপক আলোচনা ও বিতর্কের পর ২৯৮ জন আইনপ্রণেতা সেনা পাঠানোর পক্ষে অবস্থান নেন। আর এ প্রস্তাবের বিরোধিতা করেছেন ৯৮ জন। এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি এবং অন্যতম বিরোধী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি এবং কুর্দি সমর্থিত পিপলস ডেমোক্র্যাটিক পার্টি।