আকন্দবাড়িয়ার ময়না খাতুন হাসপাতালে : জিকুর বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: আলুকদিয়া আকন্দবাড়িয়ার ময়না খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে একই গ্রামের জাকারিয়া জিকু মারপিট করেছেন বলে অভিযোগ। কেন মেরেছে? এ প্রশ্নে একবার বলেছেন, জাকারিয়া জিকু তার স্বামী, একবার বলেছেন, স্বামী ছিলো।

জাকারিয়া জিকুর সাথে জালশুকার পুকুরপাড়ের ঘরে দু দিন থাকার পর বাড়ি ফিরে মারপিট করেছে বলে অভিযোগ ময়না খাতুনের। তিনি বলেছেন, পিতার বাড়ি গোকুলখালী। প্রথম স্বামী আকন্দবাড়িয়া গাংপাড়ার জমির উদ্দীন। তিনি খুন হলে একইপাড়ার জাকারিয়া জিকুর সাথে সম্পর্ক হয়। বিয়ে হয়। কয়েকদিন আগে জালশুকায় জিকুর পুকুরপাড়ের বাড়িতে ছিলাম আমরা। জিকু আগে আকন্দবাড়িয়ায় ফেরে। আমার ফিরতে দেরি হওয়ায় মারপিট করে। মারধর করেও আমার খোঁজ নিচ্ছে না।

Leave a comment