টসে হেরে বাংলাদেশ ব্রঞ্জের লড়ায়ে টস হেরে শিরোপার স্বপ্নভঙ্গ মাশরাফিদের

 

স্টাফ রিপোর্টার: শিরোপা ধরে রাখতে লড়ার সুযোগই পেলো না বাংলাদেশ। বৃষ্টির কারণে সেমি-ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর টসে শ্রীলঙ্কার কাছে হেরেছে মাশরাফিরা। গতকাল বৃহস্পতিবার ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করলে বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব না হওয়ায় ম্যাচ রেফারি ভেঙ্কটপতি রাজু টসের সাহায্য নেন। অধিনায়ক লাহিরু থিরিমান্নে টস জিতলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা। এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের সাথে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকঙের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কাছে হেরে গেল বাংলাদেশ, কেউ বলবেন টস ভাগ্যে। তবে গতকালের ম্যাচে বাংলাদেশ যে ফেভারিট ছিলো তা কেউ বোধ হয় অস্বীকার করবেন না। কুয়েতকে উড়িয়ে (২০৩ রানের বিশাল জয়) দিয়ে যে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ তাতে স্বর্ণ জেতার স্বপ্ন স্বাভাবিকই ছিলো। বিশেষ করে মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল দলে। দেশের কোটি কোটি ক্রীড়ামোদিদের প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক নিয়ে ঘরে ফিরবে কিন্তু ইনচনে ইভেন্টের প্রথম সেমিতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল মাশরাফি বাহিনী। ম্যাচের ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করতেই বৃষ্টি। খেলা বন্ধ। তখন তামিম ২৪ (৩৩) ও সাব্বির ২৭ (২৫) রানে অপরাজিত ছিলেন। তারপর আর মাঠে বল গড়ায়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বিজয়ী নির্ধারণে সাহায্য নেয়া হয় টসের। আর সে ভাগ্য পরীক্ষাতেই বাংলাদেশের সব স্বপ্ন ধূসর হয়ে গেলো। গতকাল বৃহস্পতিবার এবারের এশিয়াড ক্রিকেটের স্বর্ণের লড়াইয়ে নামবে অফগানিস্তান ও শ্রীলঙ্কা। একই দিনে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।