চুয়াডাঙ্গা বারের সাবেক সভাপতি মরহুম অ্যাড. মনিরুজ্জামান মন্টুর পরিবারের হাতে চেক হস্তান্তর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাড. মনিরুজ্জামান মন্টুর পরিবারের হাতে বাংলাদেশ বার কাউন্সিল বেনেভোলেন্ট ফান্ডের লামগ্রান্ড দাবির দু লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে চেকটি গ্রহণ করেন মরহুমের স্ত্রী ইউকেএম রেহানা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান, মোল্লা আব্দুর রশিদ (জিপি), সেলিম উদ্দীন খান ও নুরুল ইসলাম।

উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি স্থানীয় কল্যাণ তহবিল থেকে ৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন। গত ১৬ জুন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মনিরুজ্জামান মন্টু মৃত্যুবরণ করেন।

Leave a comment